• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সুমি বিয়ে পাগল পুরুষ সর্বহারা 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২১ পিএম;
সুমি বিয়ে পাগল পুরুষ সর্বহারা 
সুমি বিয়ে পাগল পুরুষ সর্বহারা 

ভুয়া তথ্য দিয়ে বিয়ে, প্রতারণা ও ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টার অভিযোগে রামু উপজেলার জোয়ারিয়ানায় স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন তৃতীয় স্বামী মো: মিজানুর রহমান (৩৩) নামে এক যুবক।.

রামু থানায় মঙ্গলবার ৬ জুন করা সাধারণ ডায়েরিতে স্ত্রী রাশেদা আক্তার সুমি কে অভিযুক্ত (২৩) আসামি করা হয়েছে। .

সাধারণ ডায়েরিতে বলা হয়, সুমির একাধিক স্বামী, ভিন্ন ভিন্ন জন্মতারিখ ও বিভিন্ন প্রতিষ্ঠানের আইডি কার্ড ব্যবহার করে কাবিনে বিয়ে করে প্রতারণা করেছেন।.

মিজানুর রহমানের অভিযোগ ও সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, রাশেদা আক্তার সুমি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি কালুর দোকান এলাকার মৃত আব্দুল হাকিমের কন্যা। .

জানা যায় ফেসবুকের মাধ্যমে সুমির সঙ্গে অনেক ছেলের বন্ধুত্ব হয়। অনেক ছেলের সাথে বন্ধুত্ব হলেও প্রথম স্বামী হিসাবে বেঁচে নেই একই উপজেলার হাই টুপি পাড়া এলাকার ইউছুপকে জানা যায় ভাড়া বাসায় কয়েক মাস সংসারও করেছিলেন রাশেদা আক্তার সুমি, পরে স্বামী ইউসুফ তার নৈতিক কর্মকান্ড দেখে তার থেকে আলাদা হয়ে যায়।.

এদিকে স্থানীয়রা জানান এই রাশেদা আক্তার সুমি এভাবে বিয়ের প্রলোভনে ছেলেদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়
আরও জানান দ্বিতীয় স্বামী হিসাবে বেছে নেয় চট্টগ্রামের হাটহাজারী গ্রামের সাহব উদ্দিন নামের এক যুবককে তাকে বর্ণিত এলাকায় নিজ বাড়িতে এনে স্বামী পরিচয় দিয়ে সংসার করেন এক পর্যায়ে এলাকাবাসীরা জানতে পারে তাকে বিয়ে করে নাই অবৈধ ভাবে থাকতেছে। 
এলাকা বাসি যখন বাঁধা দেয় এভাবে বিয়ে না করে থাকা যাবে না পরে সেই প্রেমিক পালিয়ে যায়।
 
আরও জানা যায় তৃতীয় স্বামী হিসাবে বেছে নেয় বর্নিত এলাকার অভিযোগ কারি মিজানুর রহমানকে, তার সাথে দুই বছর সংসারও করছেন একটি সন্তানও রয়েছে,অভিযুক্ত রাশেদা আক্তার এর ফোনে বিভিন্ন ছেলেদের সাথে তার সম্পর্ক এই নিয়ে কথা কাটাকাটি হলে মিজানুর রহমান একপর্যায়ে বাধা দেয় পরে সেখান থেকে পালিয়ে যায়।.

স্থানীয়রা আরও জানান, প্রবাসীদের কাছ থেকেও বিয়ের প্রলোভনে টাকা হাতিয়ে নিয়েছে, ১. উসমান ২. মিরাজ ৩. সেলিম ৪. মোহাম্মদ কালো।.

এই বিষয়ে অভিযুক্ত রাশেদা আক্তার সুমির কাছ থেকে জানতে চাইলে তিনি জানান এই সব মিথ্যা আমি স্বামীর সাথে আছি তার সাথে একটু ঝামেলা হয়েছে তাই এইসব বলতেছে। এই নিয়ে অভিযুক্ত রাশেদ আক্তারকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।. .

ডে-নাইট-নিউজ / নিজস্ব প্রতিবেদক: 

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ